Top

ফেনীতে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে পুলিশের বাধা

০২ আগস্ট, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
ফেনীতে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে পুলিশের বাধা
ফেনী প্রতিদিন :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি ফেনীতে পুলিশের বাধায় শহরের প্রধান সড়কে প্রবেশ করতে পারিনি। বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় এ উপলক্ষে স্থানীয় জেলা শহরে আয়োজিত মোমবাতি মিছিলে বাধা দেয় পুলিশ।

এসময় আন্দোলনকারীরা ফেনী প্রেসক্লাব সংলগ্ন খাজা আহম্মদ সড়কে অবস্থান নিয়ে সারাদেশে ছাত্র-জনতার ওপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে নানা স্লোগান ও পুলিশকে লক্ষ করে ঝাঁঝালো বক্তব্য দিতে থাকে।

প্রায় ৪০/৪০ মিনিট চেষ্টার পরও পুলিশী বেষ্টনী পেরিয়ে সামনে এগোতে না পেরে এবং বৃষ্টিতে ভিজে সেখানেই এ কর্মসূচি থেকে পিছু হটতে বাধ্য হয়।তবে,এসময় কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা পুলিশ কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এসকে

শেয়ার