Top
সর্বশেষ

আজও শিক্ষার্থীদের মিছিল-স্লোগানে উত্তাল ঢাকা

০৩ আগস্ট, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
আজও শিক্ষার্থীদের মিছিল-স্লোগানে উত্তাল ঢাকা

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজ বিক্ষোভ করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে  সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বর,  যমুনা ফিউচার পার্ক , সায়েন্সল্যাব, আফতাবনগরসহ  বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল-স্লোগান চালিয়ে যাচ্ছেন । এদিকে তাদের জড়ো হওয়ার আগে থেকেই বিভিন্ন এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

বেলা ১১টার পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা ১০ নাম্বার আসতে শুরু করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীর মিরপুর-১০ নাম্বারের  গোল চত্বরে বিক্ষোভ করছেন তারা।

আজ বেলা সাড়ে ১২ টার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় ছোট ছোট দলে জড়ো হয় শিক্ষার্থীরা। অন্যদিকে বসুন্ধরা গের পাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বসুন্ধরা গেটের পাশে বিপুল পুলিশ অবস্থান নিয়ে থাকলেও, শিক্ষার্থীদের দল খণ্ড খণ্ড ভাগে ভাগ হয়ে তাদের যমুনা ফিউচার পার্কের সামনে এসে জড়ো হতে দেখা গেছে।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব।আজ দুপুরে তারা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন৷ সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর।

এদিকে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি গেটের সামনে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আজ বেলা ১১টার পর থেকে কয়েকশো শিক্ষার্থী ইউনিভার্সিটির সামনে হাজির হন। তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা গেছে।

দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচের রাস্তায় অবস্থান নিয়েছেন। সেখানে অবস্থান নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। সড়ক অবরোধ থাকায় ১২টার কিছু আগে পুলিশের একজন কর্মকর্তা কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে যান। ওই কর্মকর্তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তার দিকে অনেকে তেড়েও যান।

আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া ঘোষণায় জানানো হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

এম পি

শেয়ার