Top
সর্বশেষ

কুমিল্লায় আ’লীগের হামলায় গুলিবিদ্ধ ৯ শিক্ষার্থী

০৩ আগস্ট, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
কুমিল্লায় আ’লীগের হামলায় গুলিবিদ্ধ ৯ শিক্ষার্থী
সোহইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা :

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে। এতে ৯ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। চান্দিনা এসিল্যান্ডের একটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। তবে চান্দিনা ইউএনও বলেছেন এটি দুর্বৃত্তরা পুড়িয়েছে শিক্ষার্থীরা নয়।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১টায় কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়ে। এক পর্যায়ে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গুলিবিদ্ধরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন কারীর সমন্বয়ক জন্নাতুল মিলি (২০),
রেইসকোর্স এলাকার মনিরুল হকের ছেলে মাহাবুবুল হক (২০), রামমালা এলাকার জাকির হোসেনের ছেলে আরেফিন (২০), ঠাকুরপাড়া এলাকার শাহাদাতের ছেলে রাহাতুল হাসান মৃদুল (১৭), জুয়েলের ছেলে আরফান মজুমদার (১৬), দিলীপের ছেলে সৌরভ (২৫), আবদুল করীমের ছেলে মারুফ (১৬), ফরিদ উদ্দিনের ছেলে আসিফ (১৮), ইউসুফ মিয়ার ছেলে সুজন (১৮), তোফায়েলের ছেলে সানি (১৮)। আর আহতরা হলেন কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে নাজমুল রহমান (২৭), টমসমব্রীজ এলাকার মহিন উদ্দিন মিয়ার ছেলে শাওন (৪২), বাগিচাগাও এলাকার জলিল মিয়ার ছেলে মিরাজ (১৭), ধর্মপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে অপু (৩২), ধর্মপুর এলাকার মুনাফের ছেলে সবুর (৩০), রানীর দিঘীর পাড় এলাকার নজরুল ইসলামের ছেলে রাব্বি (১৬), মনোহরপুর এলাকার খোকনের মেয়ে আছিয়া (১৮), দৌলতপুর এলাকার জব্বারের ছেলে সফিক (৬০) সহ আরও অনেকে চিকিৎসাধীন আছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ব্যানারে অনুষ্ঠিত এ গণমিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ইবনেতাইমিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল,কুমিল্লা ভিক্টোরিয়া,কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জানা যায়, কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সৌরভ চক্রবর্তী নিহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে সৌরভ এখন কুমেক চিকিৎসা শেষে ঢাকা চক্ষু হাসপাতালে ভর্তি হতে যাচ্ছে বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মৃদুলের বাবা শাহাদাত বলেন, আমার ছেলেকে কত মানা করলাম তাও গেলো এ দেশের স্বার্থে। এখন আমার ছেলের একটি চোখে গুলি লাগে। কাল অপারেশন হবে, জানিনা সে এ চোখে আর দেখতে পাবে কিনা।

গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থী আসিফের বাবা ফরিদ বলেন, আমরা দেশের এ পরিস্থিতি আর দেখতে চাইনা। ছেলেদের দাবিগুলো সরকার মানলেতো তারা আর রাস্তায় আসবেনা। সরকারকে বলব আর আমাদের সন্তানদের এভাবে রক্ত দিতে রাস্তায় নামবেন না। দাবি গুলো মেনে নিন।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুর ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যর গুজব রটানো হচ্ছে। কুমিল্লায় কেহ মারা যায়নি। পুলিশ ছাত্রদের নিরাপত্তা দিয়েছে। ঘটনার সময় পুলিশ লাইনে আটকে পড়া প্রায় ২ শতাধিক শিক্ষার্থী-অভিভাবকদের নিরাপত্তা দিয়ে বাসায় পৌছেঁ দেয়া হয়েছে।

এসকে

 

শেয়ার