মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে টিকটিক।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার এক নির্বাহী আদেশে বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন অংশ যদি কোনো মার্কিন কোম্পানি কিনে না নেয়, তবে ১৬ সেপ্টেম্বর থেকে বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
বাইটড্যান্স হয়ত চীনের কাছে ব্যবহারকারীদের তথ্য হস্তান্তর করতে পারে। এমন উদ্বেগ ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনে। তবে টিকটক বলছে, এখন পর্যন্ত চীনকে কোন প্রকার তথ্য সরবরাহ করা হয়নি। এমনকি ব্যবহারকারীর তথ্য চীন চাইলেও তা টিকটক সরবরাহ করতে বাধ্য নয়।
চলতি মাসের মাঝামাঝিতে ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে টিকটকের সকল প্রকার কার্যক্রম গুটিয়ে নেয়ার আল্টিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। তার এই আল্টিমেটামের পর টিকটক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে বাইটড্যান্স।
টিকটককে দেওয়া আল্টিমেটামে ট্রাম্প উল্লেখ করেছেন, বাইটড্যান্সের কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে হুমকি স্বরূপ তার যথেষ্ট প্রমান রয়েছে আমাদের কাছে। বাইটড্যান্স যদি ৪৫ দিনের মধ্যে মালিকানা হস্তান্তর না করে তবে দেশটিতে টিকটকের সকল প্রকার আর্থিক সম্পর্কে বাধার মুখে পড়বে বলে হুমকি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে ৮ কোটির বেশি ব্যবহারকারী টিকটক ব্যবহার করে থাকে। টিকটক বলছে, তারা প্রায় এক বছর ধরে মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের কাছ থেকে সেভাবে সাড়া পাওয়া যায়নি।
বাইটড্যান্সের এক মুখপাত্র বলেন, আইনের শাসন যেন বাতিল না হয় তা নিশ্চিত করতে এবং আমাদের সংস্থা ও ব্যবহারকারীদের সঙ্গে যেন সঠিক আচরণ করা হয় সেজন্য ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে টিকটক। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একদল চীনা-আমেরিকান প্রেসিডেন্টের অনুরূপ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সামাজিক মাধ্যম ওইচ্যাটে একটি পৃথক মামলা দায়ের করেছেন। ওইচ্যাট চীনা সংস্থা টেনসেন্টের মালিকানাধীন।