Top
সর্বশেষ

ফেনীর মহুরি নদীর আরও দুই স্থানে ভাঙ্গন

০৪ আগস্ট, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
ফেনীর মহুরি নদীর আরও দুই স্থানে ভাঙ্গন
ফেনী প্রতিনিধি :

টানা বর্ষণ ও ভারতীয় উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের নতুন করে দুটি সহ ১২টি স্থান ভেঙে জেলার পরশুরাম-ফুলগাজীতে আরও ১৮ হাজার বেড়ে পানিবন্দী হয়ে পড়ছে ২৭ হাজার পরিবার।

রোববার (০৪ আগস্ট) দুপুরের দিকে ওই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ১ হাজার ১শত ৭৭ হেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত হয়ে গেছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা এ প্রতিবেদককে জানান,পৌরসভার বেঁড়াবাড়ির দুইটি স্থানে, এবং বাউরখুমার দুইটি স্থানে ভাঙন সৃষ্টি হয়, এতে করে বাউরখুমা,বাউরপাথর, বিলোনিয়া, দুবলাচাঁদ, বেড়াবাড়িয়া, উত্তর গুথুমা, কোলাপাড়া এবং বাসপদুয়া গ্রামে প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর এবং কাউতলীর দুইটি স্থানে ভাঙ্গণের ফলে উত্তর মনিপুর, দক্ষিণ মণিপুর, কালী কৃষ্ণনগর, গদানগর, উত্তর কাউতলী, দক্ষিণ কাউতলী,দাসপাড়া, চম্পকনগর,মেলাঘর, গ্রামের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর, মালীপাথর,পশ্চিম অলকার দুইটি স্থানসহ মোট ০৪ স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয় এতে করে পূর্ব অলকা, পশ্চিম অলকা, নোয়াপুর, ধনীকুন্ডা, দক্ষিণ শালধর, জংঙ্গলঘোনা,কুন্ডেরপাড়, মালীপাথর ও পাগলীরকুল গ্রামে প্রায় সাড়ে ৭ হাজার পরিবার পানি বন্দি রয়েছে।

বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর এবং সাতকুচিয়া নামক দুইটি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয় এত করে সাতকুচিয়া, জমিয়ারগাঁও , বাঘমারা, চারিগ্রাম, টেটেশ্বর, কহুয়া,গুথুমা,নরনীয়া,কেতরাংগা,মোহাম্মদপুর, তালবাড়িয়া গ্রামে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী রয়েছে।

এখন পর্যন্ত এ পরশুরামের ১২ টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এখন পর্যন্ত ১২০০ প্যাকেট শুকনা খাবার ও ১৩ টন চাল বিতরণ করা হয়েছে।মজুদ রয়েছে আরও ৮০০ প্যাকেট শুকনা খাবার ও ১০০ টন চাল।৭১০ হেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া জানান, মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।এতে সদর ইউনিয়নের নিলক্ষী, গাবতলা, মনতলা, গোসাইপুর, শ্রীপুর, বাসুরা, দেড়পারা, উত্তর দৌলতপুর ও মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর, মান্দারপুর, করইয়া, কালিকাপুর, কামাল্লা, নোয়াপুর, পৈথারা, জাম্বুরা, ফকিরের খিল, কমুয়া, বালুয়া, চানপুর, দক্ষিণ তাড়ালিয়া, দক্ষিণ শ্রীপুর, কুতুবপুর, ফতেহপুর, উত্তর আনন্দপুর এবং দরবারপুর ইউনিয়নের জগৎপুর, বসন্তপুর, ধলীয়া, চকবস্তা, উত্তর শ্রীপুর, বড়ইয়া, পশ্চিম দরবারপুর, পূর্ব দরবারপুর এছাড়া আমজাদহাট ইউনিয়নের তালবারিয়া, উত্তরধর্মপুর, দক্ষিণ ধর্মপুর, মনিপুর, ইসলামিয়া বাজার ও আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া, দৌলতপুর, তালপুকুরিয়া এবং জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুরসহ মোট ৪৩ টি গ্রামে পানিবন্দি পরিবার সংখ্যা ৭হাজার ৮শত পরিবার।

তিনি আরও জানান,এ উপজেলায় মুহুরী, সিলোনিয়া নদীর বাধে কোন ফাটল না দেখা দিলেও বাধ উপচে বন্যার পানি বিস্তৃর্ণ এলাকা প্লাবিত করেছে। বর্তমানে ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ক ফুলগাজী এবং পরশুরাম অংশে প্লাবিত হওয়ায় কার্যত জেলা হেডকোয়ার্টারের সাথে উপজেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১১০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ ও ৫০ টন চাল উপ বরাদ্দ প্রদান করা হয়েছে। মজুদ রয়েছে আরও ২০০ প্যাকেট শুকনা খাবার ও ১৮ টন চাল।নিমজ্জিত কৃষি জমির পরিমাণ ৪৬৬ হেক্টর।

এসকে

শেয়ার