Top

মির্জাপুরে মহাসড়কে ছাত্র-জনতার মিছিল 

০৪ আগস্ট, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
মির্জাপুরে মহাসড়কে ছাত্র-জনতার মিছিল 
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচী পালনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস অংশে অবস্থান নেয় অন্তত হাজার হাজার ছাত্র-জনতা। প্রায় ঘন্টা খানেক তারা মহাসড়কে অবস্থান নিয়ে সরকারের পদত্যাগ দাবি করে শ্লোগান দেয়।

রোববার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে মির্জাপুর বংশাই রোড থেকে ছাত্র-জনতার মিছিলটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থান নেয়। এছাড়া উপজেলার আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল বের হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপরদিকে, দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার বিপরীতে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা পদক্ষীণ করে।

মহাসড়কে ছাত্র-জনতা অবস্থানকালে সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ সতর্ক অবস্থান নেয়। যদিও চলমান আন্দোলন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। তবে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালন করেছে।

এসকে

শেয়ার