Top

‌ফেনীতে পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ কর্মরত সাংবাদিকরা

০৮ আগস্ট, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
‌ফেনীতে পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ কর্মরত সাংবাদিকরা
ফেনী প্রতিনিধি :

ফেনীতে পেশাগত স্বার্থ রক্ষায় ঐক‌্যবদ্ধ থাকার থাকার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।বুধবার (০৭ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় রিপোর্টার্স ইউ‌নি‌টিতে আয়োজিত এক আড্ডার অনুষ্ঠানে এ ব্যাপারে একমত হয়েছেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার কাগজ’র ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, একেএম আবদুর রহিম,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বর্তমান সভাপতি শুকদেব নাথ তপন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ মামুন, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভুঁইয়া, দৈনিক কালের কণ্ঠ ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদার, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক কলকণ্ঠ সম্পাদক শহীদুল আলম ইমরান, আমার সংবাদ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, নিউজ ২৪ ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতন, এসএ টিভি ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, দৈনিক মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির রিপোর্টার আরএম আরিফুর রহমান,দেশ রুপান্তর প্রতিনিধি সফি উল্যাহ রিপন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক,এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন নিউজ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভুঁইয়া, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মহিব্বুল্লাহ ফরহাদ, দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,এখন টিভির প্রতিবেদক সোলায়মান ডালিম, দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুক, আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, দৈনিক বণিক বার্তা ফেনী প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, সাপ্তাহিক আলোকিত ফেনী বার্তা সম্পাদক বকুল আক্তার দরিয়া, দৈনিক ফেনীর সময় সহ-সম্পাদক কিশান মোশাররফ, বিজনেস বাংলাদেশ ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, দৈনিক আজকের পত্রিকা ফেনী প্রতিনিধি সাহাব উদ্দিন, ঢাকা পোস্ট ফেনী প্রতিনিধি তারেক মজুমদার, সাপ্তাহিক নীহারিকা নির্বাহী সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন ফেনী প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, দৈনিক আমার কাগজ প্রতিনিধি আলাউদ্দিন,চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, মিরাজুল ইসলাম মামুন,দৈনিক স্টারলাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল প্রমুখ।

শেয়ার