Top

জয়পুরহাটের চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

০৮ আগস্ট, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
জয়পুরহাটের চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে চোর সন্দেহে রুবেল হোসেন নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শহরের সুইপার পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন শহরের শান্তিনগরের রশিদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে শহরের সুইপার পট্টি এলাকায় রাজু হরিজনের বাড়িতে গিয়ে একটি মোবাইল ফোন নেন রুবেল হোসেন। এসময় চোর সন্দেহে তাকে পিটাতে পিটাতে বাইরে করেন আনেন ওই পরিবার লোকজন। এরপর রেললাইনে খুঁটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতনের পর তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওই পরিবারের সদস্যরা পালিয়ে আসেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সকে

শেয়ার