Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

০৮ আগস্ট, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন করেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা।

মানবাধিকার সংগঠন অধিকারের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা এমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন গুম হওয়া বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, যুবদল নেতা জুয়েল সহ বেশ কয়েকজনের পরিবার।

জেলা বিএনপি নেতা সাহাবুদ্দিন সাবু বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের পরিবার সেসব গুম হওয়া নেতাকর্মীদের অপেক্ষায় আছে। ইতিমধ্যে হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা বাকিদেরও ফেরত চাই।

গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী ফারভীন আক্তার বলেন, ২০১৪ সালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমার স্বামী ওমর ফারুককে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। আজ ১১বছর আমার স্বামীর খবর পাই নি। সম্প্রতি সরকারে পতনের পর আয়নাঘর থেকে কিছু গুম হওয়া ব্যক্তি ফিরে আসছে এবং তারা আমার স্বামীর ছবি দেখে নিশ্চিত করেছে যে তিনি সেখানে আছেন। আমি দ্রুত আমার স্বামীকে ফেরত চাই।

এসকে

শেয়ার