Top

জয়পুরহাট থানায় চুরি করতে গিয়ে গুলিসহ দুই যুবক আটক

১০ আগস্ট, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
জয়পুরহাট থানায় চুরি করতে গিয়ে গুলিসহ দুই যুবক আটক
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের সদর থানায় চুরি করতে গিয়ে দুই যুবককে আটক করেছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট থানায় এ ঘটনা ঘটেছে। আটককৃতরা জেলার সদর উপজেলার হানাইল গ্রামের মফিজুলের ছেলে আরিফ হোসেন (২০) ও গোলাম রব্বানীর ছেলে নাহিদ হোসেন (২২) বলে জানা গেছে।

জয়পুরহাট থানায় দায়িত্বরত আনসার সদস্য ও শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ৫ আগস্ট তারিখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই জয়পুরহাট থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এরপর পুলিশ শূন্য হয়ে পড়ে এই থানা। পরের দিন থেকে রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, আনসার সদস্য ও শিক্ষার্থীরা থানা পাহারা দিচ্ছেন।

শুক্রবার (০৯ আগস্ট) রাতে আনসার সদস্যরা পাহারা দিচ্ছিলেন। পাহারা দেওয়ার সময় গভীর রাতে থানান ভিতরে সিঁড়ির নিচে দুই যুবককে দেখতে পান। এসময় চোরেরা দ্রুত পালিয়ে থানার বাহিরে চলে যায়। কিন্তু পালিয়েও রক্ষা পেলেন না। সড়কে পাহারত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন একজন। অন্য আরেকজনকে আটক করেন আনসার সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি তাজা গুলি ও ছুরি উদ্ধার করেছে। পরে তাদেরকে থানায় আটক রেখেছে।

এসকে

শেয়ার