বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) দপুরে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরীক্ষিত মিস্ত্রী উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।
জানাযায়, জমিজমা সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য শনিবার বেলা ১১টায় একটি শালীস বৈঠক হওয়ার কথা চির। এই শালীস বৈঠক এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী সবিতা রানী।
সবিতা রানী বলেন, মূলত মানষিক চাপে পরীক্ষিত মিস্ত্রী আত্মহত্য করে। জমিজমা নিয়ে ঝামেলা ছিল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশের স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে আমরা নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে সহযোগীতা করেছেন।
এসকে