Top

প্যারিস অলিম্পিকে চীনকে টপকে শীর্ষে যুক্তরাষ্ট্র

১২ আগস্ট, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
প্যারিস অলিম্পিকে চীনকে টপকে শীর্ষে যুক্তরাষ্ট্র

জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। দু’সপ্তাহের বেশি সময় ধরে পুরো বিশ্বকে আকৃষ্ট করে রেখেছিল ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন। তিন নম্বরে জাপান ও চারে অস্ট্রেলিয়া ও পাঁচ নম্বরে আয়োজক দেশ ফ্রান্স। এছাড়া জার্মানি আছে ১০ নম্বর স্থানে।

প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবলে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তার ফলে তাদের সোনার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪০। চীনও ৪০টি সোনা জিতেছে। দুই দেশ সমানসংখ্যক সোনা জিতলেও যুক্তরাষ্ট্র ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে। মোট ১২৬টি পদক জিতেছে মার্কিনিরা। চীন সেখানে ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ। মোটা ৯১টি পদক নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা।

এদিকে, দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জয়ের স্বাদ পেয়েছে শুধু ভারত ও পাকিস্তান। বাংলাদেশের প্যারিস অলিম্পিকস অভিযান শেষ হয় অনেক আগেই, নেই কোনো প্রাপ্তি।

অলিম্পিকে এবার মোট ৮৯টি দেশ পদক জিতেছে। এছাড়া, রিফিউজি ও দেশের পরিচয়বিহীন অ্যাথলেটরাও পদক জিতেছেন।

এম পি

শেয়ার