Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে পুলিশকে ফুল দিয়ে বরণ করলো ছাত্রদল

১২ আগস্ট, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে পুলিশকে ফুল দিয়ে বরণ করলো ছাত্রদল
লক্ষ্মীপুর প্রতিনিধি :

এক সপ্তাহ কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) বিকালে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানা পুলিশ ও শহরের বিভিন্ন পয়েন্ট নিয়োজিত ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক মিমু মাহমুদ, শাহিন আলম ভূঁইয়া, আবিদ হাসান, রাকিবুল হাসান চাঁদ।

এছাড়া উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আবদুর রহমান, আশরাফুল ইসলাম তুহিন, আব্দুল আজিজ, তাওহিদ ইয়াছিন ইফাদ, তুহিন, সোহাগ প্রমূখ।

ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু বলেন, শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’

এসকে

শেয়ার