Top

অর্থাভাবে মিলছে না আন্দোলনে আহত সাংবাদিক রিপনের চিকিৎসা সেবা

১২ আগস্ট, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
অর্থাভাবে মিলছে না আন্দোলনে আহত সাংবাদিক রিপনের চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় গুরুতরভাবে আহত হয়েছেন দৈনিক সরেজমিন বার্তার নিজস্ব প্রতিবেদক মো. রিপন হাওলাদার।

রাজধানীর রামপুরায় কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে দুর্বৃত্তদের ছোড়া প্রাণনাশক বস্তুর আঘাতে দেহের বিভিন্ন স্থানে জখম হয়ে গুরুতর আহত হন তিনি।

গুরুতর আহত সাংবাদিককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অন্যান্য সহকর্মীরা। ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন চিকিৎসক।

সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী এখনো তিনি নিজ অর্থ খরচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে আর্থিক অনটনের কারণে দেহের বিভিন্ন স্থানসহ (অন্ডকোষ) প্রবেশ করা প্রাণনাশক বস্তুগুলো অপসারণ করা সম্ভব হচ্ছে না।

তার শারীরিক অসুস্থতার কারণে জীবন জীবিকার চরম বিপর্যয় ঘটছে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হলে তার প্রয়োজনীয় চিকিৎসা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এজন্য তিনি সরকার প্রধানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৯-৮৮৬২-৫৫৩৬।

 

এসকে

শেয়ার