Top

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

১৩ আগস্ট, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

আওয়ামী লীগকে নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের দেয়া বক্তব্যের প্রতিবাদে এবং অবিলম্বে তার পদত্যাগ দাবিতে লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহ্বায়ক খালেদ মোহাম্মদ আলী কিরণ, সৌরভ হোসেন বুলু, একেএম ফরিদ উদ্দিন, মহিউদ্দিন বিটু পাটোয়ারী, যুবদল নেতা মুনসুর আহমেদ, জুলপু, ফয়েজ আহমেদ, কাজী বেলাল, হোসেন আহমেদ, তানভীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন সহ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে লক্ষীপুরের যুবদলের বক্তারা বলেন, সাখাওয়াত খুনি শেখ হাসিনাকে দেশে ফেরাতে যে মন্তব্য করেছেন এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই না। তার এমন বক্তব্যে দেশের জনগণ মর্মাহত। অনতিবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলন করার হুশিয়ারিও দিয়েছেন তারা।

উল্লেখ্য, সোমবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক আয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহযোগিতা করব, আপনারা দল গোছান নতুন মুখ নিয়ে, নতুন অঙ্গীকার নিয়ে এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)। এরপরই বিভিন্ন মহল থেকে এ বিষয়ে সমালোচনা শুরু হয়।

এসকে

শেয়ার