Top
সর্বশেষ

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪ আগস্ট, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বিএনপি’র উদ্যোগে হাসিনাসহ তার সকল মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) বেলা ১০ টার দিকে পৌর শহরের রঘুনাথ বাজারস্থ শেরপুর জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হজরত আলী বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে যে সব ছাত্রদের আওয়ামী লীগের ক্যাডার ও গুন্ডাবাহিনী গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হবে। এছাড়া বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, হত্যা জ্বালাও-পোড়াও করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় বিএনপির সকল স্তরে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে আগামী ৩ দিন প্রতিটি পাড়া মহল্লায় অতন্ত্র প্রহরী হিসেবে থেকে আওয়ামী গুন্ডা বাহিনীদেরকে প্রতিরোধ করার আহ্বান করেন। তারা যেন আবারও কোন সহিংস কাজে জড়িত হয়ে বিএনপির উপর দায় চাপাতে না পারে। আমরা ইচ্ছা করলে আওয়ামী লীগের পালিয়ে থাকা গুন্ডা ও সন্ত্রাসীদের খুঁজে বের করে এনে শাস্তি দিতে পারি। কিন্তু বিএনপি শান্তিপ্রিয় দল, সুশৃঙ্খল দল, আমরা তা করব না আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনবে।

বিগত দিনে শেরপুরে আওয়ামী লীগের সাবেক হুইপ আলহাজ আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সদর-১ আসনের এমপি আলহাজ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রোমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মুহাম্মদ কিবরিয়া লিটন, পৌর শহরের নেতা উৎপলসহ অন্যান্য যে সব নেতা দেশের সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন আত্মগোপন রয়েছে।

এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম, এস এম শহিদুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেন, মফিজুল মোল্লা, জাকারিয়া বাদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার