Top

ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে নারী নিহত

১৬ আগস্ট, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে নারী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিস কুমার স্যানাল জানান, জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত হন।

এসকে

শেয়ার