Top
সর্বশেষ

অবশেষে গুলিবিদ্ধ ইমনের মৃত্যু

১৮ আগস্ট, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
অবশেষে গুলিবিদ্ধ ইমনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ১২ দিন চিকিৎসার পর পেটে গুলিবিদ্ধ হয়ে ইমন মারা গেছে । রোববার ভোর পাঁচটায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বায়ক নবাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইমন (২১) গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার জুলহাসের ছেলে। সে মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোঁড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন আহত ইমনকে নিয়ে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই আইসিইউ ইউনিটে ভর্তি অবস্থায় ইমনের মৃত্যু হয়।

এসকে

শেয়ার