Top

‘আইনমন্ত্রী খুঁটি’ অবৈধ সম্পদের পাহাড় মেয়রের

১৯ আগস্ট, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
‘আইনমন্ত্রী খুঁটি’ অবৈধ সম্পদের পাহাড় মেয়রের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : :

সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। আইনমন্ত্রী নামক খুঁটির ওপর ভর করে ও প্রভাব খাটিয়ে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, জোরপূর্বক জায়গা দখল, চাঁদাবাজি, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায় প্রভাব খাটিয়ে কাজল হয়েছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক।

সাবেক আইনমন্ত্রী ছিল তার খুঁটি। তিনি এত বেশি বেপরোয়া হয়ে উঠেন যে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। ২০১২ সালে উপ-নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়ে যেন আলাদিনের চেরাগ পেয়ে যান তিনি। পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র হয়ে আরো বেপরোয়া হয়ে যান। দল-প্রশাসন সবই চলতো তার ইশারায়। আপন ভাই, ভাতিজা ও স্বজনদের নিয়ে পুরো আখাউড়ায় গড়ে তুলেছিলেন নিজস্ব সাম্রাজ্য। লুটপাটের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন আখাউড়াকে। তার অন্যায়, অত্যাচারে আখাউড়ার মানুষ অতিষ্ঠ ছিলেন।

২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে পৌরসভার মেয়র পদে নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করেছিলেন তার নিজ নামে কোনো বাড়ি বা অন্য সম্পদ নেই। মাত্র পৌনে এক শতক অকৃষি জমির মালিক। সর্বশেষ ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারির পৌর নির্বাচনে নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে তিনি ৩৩৯.৪৯ শতক কৃষিজমি ও ৩১.৮১ শতক অকৃষি জমির মালিক। তাঁর স্ত্রীর নামে রয়েছে ২৪৮ শতক কৃষিজমি। এ ছাড়া দুটি আবাসিক ভবন ও একটি অ্যাপার্টমেন্টের মালিক তিনি। নগদ ও ব্যাংকে তাঁর রয়েছে ২৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা। স্ত্রীর কাছে রয়েছে ১২ লাখ ৬০ হাজার টাকা। স্ত্রীর স্বর্ণালংকার রয়েছে ৫০ ভরি। নিজের রয়েছে ২১ তোলা। একটি পিস্তলও রয়েছে কাজলের।

গত চার বছরে তাঁর ও তাঁর ভাইদের নামে অন্তত ২০টি জায়গার দলিল হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এসব নিয়ে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ আসে। তবে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের কারণে এর কার্যক্রম এগোতে পারেনি দুদক।

স্থানীয়রা জানায়, আখাউড়ার কোথাও খুব বেশি জায়গা কিংবা বিশেষ প্রয়োজনের কোনো জায়গা বিক্রি করতে গেলে তাকজিল খলিফার কাছে ধরনা দিতে হয়। তাঁকে না বলে কেউ বিক্রি করতে গেছেন কিংবা বিক্রি করে দিয়েছেন জানলেই শুরু হয় নানা ধরনের চাপ। মেয়র কাজলের সর্বশেষ বলি আখাউড়া উপজেলার রাধানগরের একটি জায়গা। প্রায় পাঁচ কোটি টাকার ওই সম্পত্তিতে তিনি নিজের নিয়ন্ত্রণাধীন স্পোর্টিং ক্লাবের সাইনবোর্ড টাঙিয়ে ঘর তোলেন। গত ৫ আগস্ট সবার আগে ওই ক্লাবঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

মামলা থাকা অবস্থায় রাধানগর এলাকার একটি জায়গা কিনে নেন তিনি। এরপরই মামলা তুলে নিতে চাপ দেন ওই জায়গার কিছু অংশের দাবিদার হিন্দু সম্প্রদায়কে। রেলওয়ের জায়গায় স্কুলের সাইনবোর্ড বসিয়ে দেন। রেলওয়ের আরেকটি জায়গায় খুলে বসেন তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠান। আরেক জায়গায় পৌরসভার গ্যারেজ। প্রায় ৩০ শতাংশ জায়গাটির মূল্য ছয় থেকে সাত কোটি টাকা বলে ধারণা করা হয়।

এদিকে কোটাবিরোধী আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিরুদ্দেশ হয়েছেন মেয়র কাজলও। আন্দোলনকারী ছাত্র-জনতা তার রাধানগরের সাততলা বাড়িতে হামলা করে ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করে। তার বাড়ি থেকে দেশি- বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। হামলার সময় কৌশলে পালিয়েছেন কাজল।আখাউড়া পৌর এলাকার রাধানগরে তার চারটি বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদ এখন অরক্ষিত। একটি বিশ্বস্ত সূত্র জানায়, এলাকায় ফেরার জন্য তিনি একটি দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

এম পি

শেয়ার