Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় ছাত্র আন্দোলনে নিহত আফনানের পরিবার

২০ আগস্ট, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় ছাত্র আন্দোলনে নিহত আফনানের পরিবার
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে নিহত হয়েছে মেধাবী ছাত্র সাদ আল আফনান। আফনান হত্যার ঘটনায় তার মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন আফনানের মা নাছিমা আক্তার ও বোন জান্নাতুল মাওয়া।

জানা যায়, আফনান হত্যার ঘটনায় ১৪ আগস্ট রাতে তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে। সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করে অভিযুক্ত সন্ত্রাসীদের হুমকিতে পড়ে এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাসায় তালা ঝুলিয়ে অন্যস্থানে আশ্রিত থাকতে হচ্ছে তাদের। তবে সস্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা।

সরেজমিন শহরের বাস টার্মিনাল এলাকার আরমান মিঝি মসজিদ বাড়ি আফনানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের বসত ঘরে ঝুলছে তালা। আশে পাশের লোকজন বলছেন, তারা বাড়িতে নেই, ভয়ে বাড়ী ছাড়া আফনানের মা ও একমাত্র বোন। পরে বিশেষ ব্যবস্থায় (আন্দোলনরত অন্যদের সহযোগিতায়) প্রায় ১ ঘণ্টা পর আশ্রিত গোপন ঠিকানা থেকে বাড়ীতে আসেন তারা। এসময় সহপাঠীদের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার মা ও বোন।

এসময় আফনানের মা নাছিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ৩ মাস আগে আমার স্বামী সালেহ আহমদ বিদেশে মারা গেছে। সেই শোক সইতে না সইতে আমার ছেলেকে হারালাম। তারা (সন্ত্রাসীরা) আমার মেধাবী ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। আমরা মামলা করেছি, এখন বিভিন্ন ফোন থেকে আমাদের আত্মীয় স্বজনদের হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। এমন পরিস্থিতিতে কার কাছে যাবো আমরা। সরকারের কাছে রাষ্ট্রীয় মর্যাদার দাবি করে তাদের আর দেখার আর কেউ নেই বলে অচেতন হয়ে পড়েন মা নাছিমা।

তার পাশে থাকা আফনানের বোন জান্নাতুল মাওয়া তাকে আগলে ধরে বলেন, আদরের ভাইটিকে সবচাইতে বেশী ভালোবাসতেন, ৩ মাসের ব্যবধানে বাবা ও ভাই হারিয়ে এখন শোকে বিহ্বল। স্মৃতি রয়ে গেছে একটি সাইকেল। তবে ভাই হত্যার কঠোর বিচার দাবী করেন সরকারের কাছে।

একই দাবী জানান সহপাঠিরাও। সে দিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেন, বন্ধুদের সঙ্গে প্রাইভেট পড়তে গিয়ে বই খাতার ব্যাগ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যান আফনান। হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় পড়েন তারা। সহপাঠি এক শিক্ষার্থীকে (ছাত্রী) বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সে। এসময় মাদাম ব্রীজের উপর লুটিয়ে পড়ে। পরে তার মরদেহ উদ্ধার করে সেখান থেকে হাসপাতাল ও বাড়ীতে নিয়ে যাওয়া হয়।

নিহত আফনান লক্ষ্মীপুর ভিক্টোরিয়া কলেজ থেকে (চলমান) এইচ এস সি পরীক্ষার্থী ছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আরমান হোসেন, বায়েজীদ সহ অন্যান্য ছাত্ররা বলেন, আফনান মেধাবী শিক্ষার্থী ছিলো। ৪আগষ্ট মাদামব্রীজে আমাদের এক নারী সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ছাত্র লীগ ও যুব লীগ নিয়ে গিয়ে বেধড়ক মারধর। তাকে উদ্ধার পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা মেধাবী শিক্ষার্থী সাদ আল আফনান হত্যার বিচার দাবি করি। সেই সাথে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দৃষ্টি কামনা করি। এছাড়া লক্ষ্মীপুর উত্তর তেমুহনী চত্ত্বরকে “আফনান চত্বর” হিসেবে ঘোষণা করতে প্রশাসনের কাছে আহ্বান করি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আফনান হত্যার ঘটনায় তার মা নাছিমা আক্তার বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে বাদিকে হুমকি ঘটনা বা পালিয়ে বেড়ানোর বিষয়টি আমাদের জানা নেই।

এম পি

শেয়ার