Top
সর্বশেষ
বিক্রি হবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার দুর্বল ব্যাংকের গ্রাহকরা ধাপে ধাপে টাকা ফেরত পাবেন: গভর্নর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ ১০ লাখের বেশি বিদেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ’র বৈঠক তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছেন উত্তর গাজায় আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল গ্রেফতার

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নোয়াখালীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

২০ আগস্ট, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নোয়াখালীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
নোয়াখালী প্রতিনিধি :

একসপ্তাহের টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নোয়াখালীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পানি নামলে পরবর্তীতে চালু করা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত একমাসের টানা বৃষ্টিতে একাধিকবার নোয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। পানি ডুকেছে জেলার অনেক সরকারি দপ্তরেও। সবশেষ গত একসপ্তাহের একটানা বৃষ্টিতে আবারও ডুবে গেছে পৌর এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশির ভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র দেখা দিয়েছে জেলার নয়টি উপজেলায়ও। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেও ডুকেছে পানি। এতে শ্রেণী কার্যক্রম চালাতে বেগ পেতে হয় শিক্ষকদের। প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে নোয়াখালীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ডুকেছে।এতে শ্রেণী কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে আসতে হয়। এতে যেকোনো সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ছে। সার্বিক বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পানি কমে গেলে তা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এম পি

শেয়ার