Top

চট্টগ্রামের আদালত থেকে সরলো লোহার খাঁচা

২০ আগস্ট, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামের আদালত থেকে সরলো লোহার খাঁচা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সকল আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার জন্য ব্যবহৃত লোহার খাঁচা অপসারণ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই পরিবর্তনের ফলে আসামিরা এখন আর খাঁচার মধ্যে আবদ্ধ থাকবেন না, বরং বাদী ও সাক্ষীর মতোই মুক্তভাবে ডকে দাঁড়াতে পারবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজির আবুল কালাম আজাদ জানিয়েছেন, সিএমএম আদালত ছাড়াও সিজেএম, মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ আদালতসহ সব আদালত থেকেই খাঁচা সরানো হয়েছে।

আইনজীবীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, লোহার খাঁচায় আসামিদের আবদ্ধ রাখা অমানবিক ও সংবিধান পরিপন্থী ছিল। সভ্য দেশে এরকম ব্যবস্থা থাকতে পারে না।
সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর আচরণ করা যাবে না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী মনে করেন, খাঁচা অপসারণের ফলে আসামিদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের প্রতি সব ধরনের অমানবিক ও যন্ত্রণাদায়ক ব্যবস্থার অবসান হওয়া উচিত।

উল্লেখ্য, এর আগে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও আদালতে আসামিদের খাঁচায় রাখার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

শেয়ার