Top

শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

২১ আগস্ট, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
জেল‍া প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে গুম ও গণহত্যা চালিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছেন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন- ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো, আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, সাংগঠনিক জাহাঙ্গীর সম্পাদক নিয়াজ মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাছেল, সদস্য সচিব সাদ্দাম হোসেন মুন্না, পৌর ছাত্রদল সভাপতি জাকারিয়া মঞ্জু ইসলাম প্রমুখ।

বিএইচ

শেয়ার