Top

বিডিআর বিদ্রোহে নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি

২৩ আগস্ট, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
বিডিআর বিদ্রোহে নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি

বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনার পুনরায় তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন চাকুরিচ্যূত বিডিআর সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

এছাড়া ওই সময়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের পাশাপাশি আটক সাড়ে আটশ’ বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান তারা।

পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এমন অভিযোগ করে সাবেক বিডিআর সদস্যরা বলেন, বিডিআর এর শৃঙ্খলা ভাঙতেই বহিঃশক্তির ষড়যন্ত্রে চৌকস সেনা কর্মকর্তা ও বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছিলো।

এম জি

শেয়ার