Top
সর্বশেষ

ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

২৭ আগস্ট, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে বালুবাহী দশ চাকার ড্রাম ট্রাক এবং মোটর সাইকেল সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। রবিবার ২৭ আগস্ট সকাল ৭ টার দিকে উপজেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৪২) নাটোর জেলার লালপুর উপজেলার ভবনীপুর এলাকার মগবুল হোসেনের ছেলে।

আহত রাজন (২৩) নাটোর জেলার লালপুর থানাধীন রামকান্তপুর এলাকার শামসুল ইসলামের ছেলে এবং একই উপজেলার হোসেনপুর এলাকার রুস্তম মোল্লার ছেলে আসমাউল (৪২)। তারা সবাই ঈশ্বরদীস্থ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী হিসেবে কাজ করতেন বলে তাদের সাথে থাকা আইডি কার্ড দেখে নিশ্চিত করা গেছে।

প্রত্যক্ষদর্শী রিকশা চালক শাজাহান জানান, সকাল ৭ টার দিকে শহরের রেলগেট থেকে তিনজন একটি মোটর সাইকেল যোগে পোস্ট অফিস মোড় থেকে পৌরসভা রোডে প্রবেশ করার পথে আলহাজ মোড় থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা বালু বহনকারী দশ চাকার একটি ড্রাম ট্রাকের সাথে ঐ মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়েন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, সকাল ৭ টায় দুর্ঘটনার খবর পেয়ে পোস্ট অফিস মোড়ে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার এস আই জুলহাস বলেন, মোটরসাইকেল এবং ড্রামট্রাকের সংঘর্ষের খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত ২ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক ওসি তদন্ত মনিরুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা শেষে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এম ‍পি

শেয়ার