Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

লক্ষ্মীপুরে কমছে পানি, ভোগান্তিতে ১০ লাখ মানুষ

২৯ আগস্ট, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে কমছে পানি, ভোগান্তিতে ১০ লাখ মানুষ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

 লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। এতে কিছুটা স্বস্তি দেখা দিলেও এখনও ভোগান্তিতে প্রায় ১০লাখ মানুষ। জেলার বিভিন্ন এলাকায় পানি বন্দি হয়ে রয়েছেন তারা। এদের মধ্যে ৩০হাজার মানুষ আশ্রয়ন কেন্দ্রে গেলেও বাকিরা নিজ বাড়ি বা আত্নীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২৯আগষ্ট) লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় আগের চেয়ে পানি কিছুটা কমেছে। তবে তা ধীর গতিতে।

স্থানীয়রা বলছেন, গত দুদিন বৃষ্টি না হওয়ায় পানি বাড়ছে না। কিছুটা কমছে। তবে খাল গুলো দখল হয়ে যাওয়া পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত খাল গুলো বাঁধ অপসারণের দাবি তাদের।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা ৫টি উপজেলাই কম বেশি বন্যায় আক্রান্ত। এতে প্রায় ১০লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ১৯৮টি আশ্রয়ণ কেন্দ্রে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয়ন কেন্দ্র গুলোতে উপজেলা প্রশাসনের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ বাঁধ গুলো অপসারণে আমরা কাজ করছি। এক্ষেত্রে স্থানীয়দেরও সহযোগিতা লাগবে। আমাদের যথাযথ তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেবো।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ-জামান বলেন, ‘বন্যার পানি নামতে শুরু করেছে। তবে মেঘনার পানি বিপদ সীমার অনেক নিচে। ধীরগতিতে পানি নামছে। অনেক খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে। আশা করি খুবই শীঘ্রই বন্যার উন্নতি হবে।’

এম পি

শেয়ার