Top

ইসলামী ব্যাংকে বহাল তবিয়তে এস আলমের ‘নাটের গুরু’ মনিরুল মাওলা

০৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
ইসলামী ব্যাংকে বহাল তবিয়তে এস আলমের ‘নাটের গুরু’ মনিরুল মাওলা
মহিউদ্দিন রাব্বানি :

# জামায়াতের আশির্বাদে চাকরি ও পদোন্নতি

# নামে-বেনামে ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত ৭৫ হাজার কোটি টাকা

# ইসলামী ব্যাংকে বেনামি ঋণ বলে কিছু নেই বলে দাবি করেছিলেন মনিরুল মাওলা

# নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের বিষয়ে বলেছিলেন দেশ ও জাতির কল্যাণে দেওয়া হয়েছে

# সব যুগেই মধু খেতে অভ্যস্ত

# কেন্দ্রীয় ব্যাংকের আশকারায় এখনও বহাল তবিয়তে
এক সময়ে বেসরকারি খাতের দাপুটে ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ছিল শীর্ষে। দেশে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং পদ্ধতি প্রথম চালু করে আর্থিক এই প্রতিষ্ঠানটি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয়তা পায়। একইসাথে প্রবাসী আয় আহরণে টানা শীর্ষ স্থান দখল করে রাখে এই ব্যাংক।

তিলে তিলে গড়া ব্যাংকটি ফ্যাসিবাদী হাসিনা সরকারের জোগসাজসে ২০১৭ সালে দখলে নেয় ব্যাংক খাতের মাফিয়া এস আলম গ্রুপ। এরপর নাম সর্বস্ব বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রায় এক বিলিয়ন টাকা ঋণ নেয় এস আলম গ্রুপ। যা পরে খেলাপিতে পরিণত হয়।

সূত্র জানায়, নামে-বেনামে শুধু ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত ৭৫ হাজার কোটি টাকা। যার বেশির ভাগই পাচার করেছে এস আলম গ্রুপ।

চলতি বছরের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট ঋণস্থিতি রয়েছে দেড় লাখ কোটি টাকা। মোট আমানত রয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৪ কোটি টাকা। এসব ঋণের মধ্যে এখন পর্যন্ত এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে ৭৪ হাজার ৯৭২ কোটি টাকা, যা মোট ঋণের অর্ধেক। সরাসরি এস আলম গ্রুপের সাত প্রতিষ্ঠানের নামে রয়েছে ১৪ হাজার ৪২৭ কোটি টাকা।
আর এসব নিয়ম বহির্ভূত ঋণ প্রদানে প্রধান সহযোগীর ভূমিকায় ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনিরুল মাওলা। ২০২১ সালের ১ জানুয়ারি দায়িত্ব পাওয়ার পর থেকে তার হাত ধরে হাজার হাজার কোটি টাকার বেপরোয়া ঋণ চলে যায় ভুতুড়ে নাম সর্বস্ব কোম্পানির কাছে।

২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকটির বেনামি ও জামানতবিহীন ঋণ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রতিবেদন প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে দাবি করেছিলেন মনিরুল মওলা। তখন তিনি বলেছিলেন, ঋণ বা বিনিয়োগের জন্য সর্বোচ্চ পোর্টফোলিও আমরা ধারণ করি। সুতরাং এ ধরনের একটি ব্যাংক, যারা ৪০ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে তাদের এ ধরনের অনিয়ম করার কোনো সুযোগ নেই। সিস্টেম আছে, এই সিস্টেমের ভেতরে আমাদের সবকিছু হয়। এখানে বেনামি ঋণ বলে কিছু নেই, নামেই আছে।
নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার বিষয়ে বলেছিলেন যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে, তা খেলাপি হওয়ার সম্ভাবনা নেই। যদি কোনো প্রতিষ্ঠান খেলাপি হয়েও যায় তাদের অর্থ জামানত থেকে উঠে আসবে। তবে দ্রুত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠান ঋণের টাকা পরিশোধ করবে বলেও আশা করছি আমরা।

ইসলামী ব্যাংকে কোনো সংকট নেই বলেও তখন দাবি করেন তিনি। জানিয়েছিলেন, একটি চেকও ব্যাংক থেকে রিফিউজ হয়নি, হবেও না। আর গ্রাহকদের আস্থাও কমেনি। অথচ পট পরিবর্তনের পর একে একে বেড়িয়ে এসেছে ব্যাংকটির দুরঅবস্থার চিত্র।
নামে-বেনামে প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের বিষয়ে মনিরুল মাওলা বলেন, যে বিনিয়োগগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো দেশ ও জাতির কল্যাণে দেওয়া হয়েছে।

১৯৮৩ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হওয়া ইসলামী ব্যাংকে মনিরুল মাওলা ১৯৮৬ সালের ৬ মার্চ কর্মজীবন শুরু করেন। জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত হওয়ায় পড়াশোনার শেষ করার পর পরই ইসলামী ব্যাংকে তার চাকরি হয়। জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকায় দ্রুত পদোন্নতিও হয়। জামায়াতের আশির্বাদে নিয়োগ প্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা সব সময়ই মধু খেতেন। সূত্র জানায়, এমডি মনিরুল মাওলা জামায়াতের ঢাকা মহানগরীর সদস্য ছিলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে তিনি নিস্ক্রিয় হতে থাকেন। দেশের রাজনীতিতে পট-পরিবর্তনে তার ভোল পাল্টে যায়। ২০১৭ সালে আওয়ামী লীল সরকারের মদদে এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নিলে মনিরুল মাওলা আস্তে আস্তে নীতির পরিবর্তন আনেন। এবার তিনি হয়ে যান এস আলমের আস্থাভাজন কর্মকর্তা। ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল-আলম অবসরে যাওয়ার পর মনিরুল মাওলাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে জানান, সাত বছর যাবৎ এস আলম গ্রুপ শরিয়াহ ভিত্তিক ব্যাংকটি পরিচালনা করে। এসময়ে নানা অনিয়ম, দুর্নীতি, নামে-বেনামে ঋণ প্রদান, অবৈধ নিয়োগ দেয় ব্যাংক খাতের মাফিয়া এস আলম গ্রুপ। সর্বশেষ ২০২১ সাল থেকে মনিরুল মাওলা হয়ে ওঠেন এস আলমের মাসতুতো ভাই। এস আলমের ব্যাংক ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের জন্যই যেন তাকে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া চট্টগ্রামের সন্তান মনিরুল অবৈধ নিয়োগ বাণিজ্যেও জড়িত ছিলেন। পটিয়ার হাজার হাজার জনবল নিয়োগ হয় তার সময়ে।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর এস আলমের দখলদার ও তাদের আশির্বাদপুষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করে ব্যাংক কর্মকর্তারা। আন্দোলনের মুখে বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত ২২ অক্টোবর সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে পর্ষদের চেয়ারম্যান করা হয়। পাশাপাশি ব্যাংকে পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ।

এর আগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা। ওই চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের তহবিল লুটপাটের যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ। দীর্ঘদিন লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ব্যাংকটির প্রতি গণমানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এ জন্য তাঁরা দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

এর আগে গত ১৯ আগস্ট এস আলম গ্রুপের আশির্বাদপুষ্ট ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আটজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। এর মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। বাকী দুজন ব্যাংকের দুটি বিভাগের প্রধান।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের সবাই এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এর মধ্যে সাইফুল আলমের একান্ত সচিব আকিজ উদ্দিন ও ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিনও রয়েছেন। তাঁরা দুজনই ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। এই দুই কমকর্তা ব্যাংকটির ঋণ বিতরণ ও মানবসম্পদ বিষয়গুলো দেখভাল করতেন।

জানা যায়, গত ৭ বছরে সাইফুল আলমের নিজের এলাকা চট্টগ্রামের পটিয়ার প্রায় ১০ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার পতনের পর এখন ব্যাংকটিতে যেতে পারছেন না এস আলমপন্থী অনেক কর্মকর্তা।

ব্যাংকটিতে এতো তোলপাড় হলেও বহাল তবিয়তে বসে আছেন এমডি মনিরুল মাওলা। এস আলমের ৮২ শতাংশ শেয়ার সরকার নিয়ন্ত্রণে নিলেও শক্ত খুটি গেড়ে বসে আছেন তিনি। সম্প্রতি ব্যাংক কর্মকর্তারা এস আলমের সহযোগী ৫০ জনের তালিকাও করেছে। এর মধ্যে মনিরুল মাওলা সর্বাগ্রে।

ব্যাংকটির একাধিক সূত্র জানায়, বিএনপির একধিক নেতা মনিরুল মাওলার জোগসাজসে ব্যাংকটির মালিকা বনে যেতে মরিয়া। কর্মকর্তারা বলছেন, পেঁছন থেকে বিএনপি পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে এই ব্যাংক কর্মকর্তাকে। জামায়াত থেকে আওয়ামী পন্থী ব্যবসায়ী গ্রুপ এস আলম তারপর বিএনপি! তিনি যেন সব যুগেই মধু খেতে অভ্যস্ত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ উধ্বতন সব কর্মকর্তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ট করে ব্যাংক লুটপাটে এস আলমকে সহযোগিতা করেছেন তিনি।

২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এরপর সাড়ে সাত বছরে নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম এবং এর স্বার্থসংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক-তৃতীয়াংশ। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলেই মনে করেন কর্মকর্তারা।

উত্তরাঞ্চলে এস আলম গ্রুপের তেল, চিনি, ছোলাসহ ভোগ্যপণ্যের ডিলার হিসেবে কাজ করে নাবিল গ্রুপ। গ্রুপটির নামে বিপুল অঙ্কের ঋণ বের করে নিয়েছে এস আলম। ২০২২ সালের মার্চে নাবিল গ্রুপের ঋণ ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা, যার সবই ছিল রাজশাহী শাখায়। গত জুলাই শেষে এই গ্রুপের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণ বের করতে নাবিল গ্রুপের বিভিন্ন ঠিকানা ব্যবহার করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে তা এস আলম গ্রুপের বিভিন্ন অ্যাকাউন্টে গিয়ে যোগ হয়। পরে নাবিল গ্রুপের ঢাকার বানানী ও রাজশাহীর সাইনবোর্ডসর্বস্ব ঠিকানা ব্যবহার করে দ্রুত ঋণ বাড়তে থাকে।

অভিযোগ রয়েছে নাবিল গ্রুপের এসব ঋল কেলেঙ্কারি ঘটে এমডি মনিরুল মাওলার সহযোগীতায়। কিন্তু কোন শক্তি বলে এখনও সপদে বহাল তবিয়তে আছেন- প্রশ্ন অনেকের। অভিযোগের বিষয়ে মোহাম্মদ মনিরুল মাওলার সাথে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার