Top
সর্বশেষ

জয়পুরহাটে শিক্ষার্থীদের শহীদি মার্চ

০৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
জয়পুরহাটে শিক্ষার্থীদের শহীদি মার্চ
জয়পুরহাট প্রতিনিধি :

গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ পালন করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে (শহিদ বিশাল চত্বর) সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়।

শহীদি মার্চে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট সমন্বায়ক মইনুল হাসান রিসালাত, তানিম সরকার, সামিতুন ইসলাম মিতুন, নাশরিফা তুন নাইম প্রমুখ।

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতা ও আহতদের স্বরণে শহীদি মার্চ-এ র‍্যালি ও আলোচনা সভা করেন দি গ্র্যাজুয়েট নার্সিং ইনস্টিটিউট ও ম্যাটসের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন দি গ্র্যাজুয়েট নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাটের অধ্যক্ষ রেশমা খানম, ম্যাটসের অধ্যক্ষ ডা. একেএম মোয়াজ্জেম হোসেন, প্রফেসর একেএম আ. রশীদ, প্রধান সহকারী আবুল কালাম আজাদসহ অনেকেই।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এম পি

শেয়ার