Top

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা , গণপিটুনিতে অভিযুক্ত নিহত

০৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা , গণপিটুনিতে অভিযুক্ত নিহত
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে অভিযুক্ত ৩০ বছর বয়সী তালেব মিয়া নামে মাদকাসক্ত এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া গ্রামের মৃত মুকুলমিয়ার ছেলে আসাদুল (২৮ ), ছাত্তার মিয়া (৫৫)। দুজনকে হত্যায় অভিযুক্ত আবু তালেব মিয়া (৩০) গণপিটুনিতে নিহত হন।

জানা যায়, রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ধুবড়িয়া পূর্বপাড়া, কাতার মার্কেট মেসার্স রোকেয়া মেডিসিন শপের সামনে আসাদুল ও তালেব মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তালেব মিয়া আসাদুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আসাদুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক আসাদুলের চাচা আব্দুস সাত্তার (৫৫) বাধা দিলে তাকেও দেশী ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তালেব মিয়া। আসাদুল এবং আব্দুস সাত্তার মিয়াকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

সাত্তার এবং আসাদুলকে আঘাত করার সময় খুনি তালেব অপর একজন আজমলকেও আঘাত করে। আঘাত প্রাপ্ত আজমলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে স্থানীয়দের সহযোগিতায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে ছাত্তার এবং আসাদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা খুনের অভিযুক্ত তালেবকে ঘটনাস্থলে একটি খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যাকাণ্ডে স্থানীয় জনতা।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন জানান, মৃতদের লাশ সুরতহাল করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম পি

শেয়ার