Top
সর্বশেষ

বন্যায় অসহায়দের সহায় হলেন শান্তিনীড় স্বেচ্ছাসেবীরা

০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
বন্যায় অসহায়দের সহায় হলেন শান্তিনীড় স্বেচ্ছাসেবীরা
জেল‍া প্রতিনিধি :

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১টি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়ে প্রায় কয়েক লাখ মানুষ। চারদিকে যখন বাড়ছিল পানির স্রোত, বাঁচার আকুতিতে যখন ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সন্তানরা নিতে পারছেনা মা-বাবার খোঁজ আবার মা-বাবা নিতে পারেনি সন্তানের খবর। চরম উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে প্রায় চার-পাঁচদিন। ঠিক তখনই আর দেরি না করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের উদ্ধারকারী দল ছুটে গেছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ আগষ্ট থেকে ফেনী নদীর পানি বেড়ে যাওয়ায় ও ভারী বর্ষণের কারণে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও মিরসরাই উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধুম ইউনিয়নসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িঘর প্লাবিত হয়। পানিবন্দী হয়ে থাকা হাজার হাজার মানুষ। তখন উপজেলার শান্তির হাট, গোলকের হাট, নাহেরপুর, ওচমানপুর, আবুরহাট, ঝুলনপোল ও ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ, লাঙ্গলমোড়া, হাজারীপুকুর, করৈয়া, পাত্তারপুকুর, খাইয়ারা এলাকায় স্রোতের তীব্রতা ও গলাসমান পানি উপেক্ষা করে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে প্রায় দুই শতাধিক পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন শান্তিনীড়ের স্বেচ্ছাসেবীরা। পৌঁছে দিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

সংগঠনের দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ জানান, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের সদস্যরা জীবন বাজি রেখে পানিবন্দী দুই শতাধিক মানুষকে উদ্ধার করে। এরপর বন্যায় আশ্রিত ও পানিবন্দী মানুষদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও ওষুধ সরবরাহ করি। এ পর্যন্ত মিরসরাইয়ের হিঙ্গুলীর আজম নগর, গনকছরা, জামালপুর, ধুমের শান্তিরহাট, গোলেকারহাট, মিনাবাজার, শুক্কুরবারিয়ারহাট, উত্তর মোবারকঘোনা চরাঞ্চল, আদর্শগ্রাম, মৌলভী বাজার, ওচমানপুরের পাতাকোট গ্রামের কর্মকারপাড়া, নাথপাড়া, জেলেপাড়া। ফেনী জেলার মুহুরীগঞ্জ, লাঙ্গলমোড়া, হাজারীপুকুর, করৈয়া, পাত্তারপুকুর, খাইয়ারা, চরকালিদাসসহ বিভিন্ন এলাকা প্রায় ৩/৪ হাজার মানুষের মধ্যে রাত ও দুপুরের খাবার, শুকনো খাবার, পানি, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, গামছা, ওষুধ বিতরণ করে শান্তিনীড় পরিবার।

স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়’র সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম বলেন, এই ভয়াবহ বন্যায় শান্তিনীড়ের বেশীর ভাগ সদস্যদের ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। এরপরও সমাজের অসহায় মানুষকে শুরু থেকে শান্তিনীড়ের সদস্যরা উদ্ধার কার্য, ত্রাণ দেয়ায় নিজেদের রাত দিন নিয়োজিত রেখেছেন। শুধু মিরসরাই নয় পার্শ্ববর্তী ফেনী জেলায়ও উদ্ধার এবং ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছেন শান্তিনীড়। এখন বন্যার পানি নেমে গেছে এখন আমরা সমাজের অসহায় মানুষের পুনর্বাসনে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রণয়ন করতেছি। এরপর তালিকা অনুযায়ী আমরা কাজ শুরু করবো। শুকনো বা নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ, ঘরবাড়ি সংস্করণ, ধান বীজের ব্যবস্থা করতেছি, মসজিদের পুকুরগুলোর পানিকে বিষমুক্ত করতে এবং পরিস্কার করতে চুনা এবং পটাশিয়াম বিতরণ করেছি আমরা। এছাড়া মানবতার দেয়াল তৈরি করে কাপড় বিতরণ, বিভিন্ন মেডিক্যাল টিমের সাথে যুক্ত হয়ে স্বাস্থ্য সেবা দিচ্ছেন শান্তিনীড়। আমাদের বিশাল কর্মযজ্ঞে স্বেচ্ছায় শ্রম ও আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন সংগঠনের তরুণ সদস্য, পৃষ্ঠপোষক ও শুভাকাক্ষীগণ।

তিনি আরেও বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার এই দুর্যোগের মুহুর্তে আমরা খুববেশী শুন্যতা অনুভব করছি মিরসরাইয়ের স্বেচ্ছাসেবীদের তরুণ নেতা আমাদের প্রয়াত সভাপতি আশরাফ উদ্দিনের। শুধু আমরা নয় পুরো মিরসরাই আজ আশরাফ উদ্দিনের শুন্যতা অনুভব করছে বলে আমি মনে করি। তিনি বেঁচে থাকলে আমরা এই দুর্যোগে মুহুর্তে আরো সাহস পেতাম।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন জানান, এবারের বন্যায় অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতা খুবই প্রশংসনীয়। তারা পানিবন্দী মানুষকে উদ্ধার, ত্রাণ সহায়তা, চিকিৎসাসেবা প্রদানে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। আমি তাদের সফলতা কামনা করছি।

বিএইচ

শেয়ার