Top
সর্বশেষ

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

০৭ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী বাংক পিএলসি রাজশাহী বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী নানকিং দরবার হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের শ্রে‌ণিকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহ ও সিএমএসএমই ঋণ বিতর‌ণের উপর বি‌শেষ গুরুত্বারোপ ক‌রেন। এছাড়াও তিনি ২০২৩ সালে বাংকের বিভিন্ন ব্যবসায়িক সূচকে অভূতপূর্ব অর্জনে অবদান রাখার জন্য রাজশাহী বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন ।

সভায় রাজশাহী বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

এএ

শেয়ার