Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

লক্ষ্মীপুরে বিএনপির বিনামূল্যে ঔষধ বিতরণ

০৮ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বিএনপির বিনামূল্যে ঔষধ বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

রবিবার (৮সেপ্টেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা হাজী তোফায়েল আহমেদের উদ্যোগে আলহাজ্ব ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সি, চন্দ্রগঞ্জ কমিউনিটি সেন্টারের মেডিকেল অফিসার মাকছুদুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রায়হান, সুলতান ফারুক, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাইফ উদ্দিন জাবেদ।

জেলা ছাত্রদলের সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকু্ব মুন্না রিপনের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ম আহবায়ক টিপু, রাসেল, আরমান সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জানা যায়, লক্ষ্মীপুরের ভানবাসী মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার নির্দেশেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ সহ নানান কার্যক্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা হাজী তোফায়েল আহমেদের উদ্যোগে ভানবাসী মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

ওষুধ বিতরণ অনুষ্ঠানে বক্তারা সচেতনতামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। এসময় পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তাই সকলকে সতর্ক থাকতে হবে। পানি ফুটিয়ে খেতে হবে। শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এম পি

শেয়ার