Top

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে যুব সমাজ

০৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে যুব সমাজ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ সড়ক। এতে যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার বটতলী-দত্তপাড়া সড়ক, মান্দারি-দিঘলী সড়ক, জকসিন-বশিকপুর সড়ক, হাজিরপাড়া-উত্তর জয়পুর সড়ক সহ গ্রামাঞ্চলের বেশ কয়েকটি সড়ক।

বন্যায় দীর্ঘদিন এসব সড়কের উপর দিয়ে পানি প্রবাহ থাকায় যান চলাচল ছিলো বন্ধ। পানি নামার সাথে বেরিয়ে আসে ক্ষতচিহ্ন। রাস্তায় তৈরি হয় বড় বড় গর্তের। আর এসব গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে যুব সমাজ।

রবিবার (৮সেপ্টম্বর) সকাল থেকে সদর উপজেলার মান্দারী-দিঘলী সড়ক ও বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে একদল যুব সমাজকে দেখা যায়।

জানা যায়, এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে তারা রাস্তা সংস্কার করছে।

ছাত্রনেতা আব্দুর জাহের জাহাঙ্গীর বলেন, মান্দারি-দিঘলী সড়কে ব্যাপক বন্যার কারণে ব্যাপক গর্ত হয়েছে। এখনও কিছু জায়গা দিয়ে রাস্তার উপর দিয়ে পানি নামছে। বড় বড় গর্তের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। মানুষের কষ্টের সীমা নেই। তাই আমরা যুব সমাজের উদ্যোগে রাস্তা সংস্কারে নেমেছি। আমাদের এ কার্যক্রমে অনেকেই সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।

সমাজসেবক মিজানুর রহমান বলেন, বটতলী -দত্তপাড়া সড়কের বেহাল অবস্থা মানুষের দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। আমরা যুব সমাজকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামতের কাজ করছে। আমাদের এ উদ্যোগে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। যুব সমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তারা বলেন, যুব সমাজের হাত ধরেই দেশের রাজনীতিতে নতুন পটভূমি হয়েছে। তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংকট মুহূর্ত কেটে যাবে।

এম পি

শেয়ার