Top

সিগারেট থেকে আগুনের সূত্রপাত, পুড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

১৩ মার্চ, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
সিগারেট থেকে আগুনের সূত্রপাত, পুড়ে পোশাক শ্রমিকের মৃত্যু
সাভার প্রতিনিধি :

সাভারে আগুনে পুড়ে শরিফুল মোল্ল্যা (৩২) নামের এক পোশাক শ্রমিক মারা গেছেন।

শনিবার (১৩ মার্চ) ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকার জনৈক আতোয়ার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রাতে পোশাক কারখানার কাজ শেষ করে নিজ ভাড়া বাসায় পোশাক শ্রমিক শরিফুল মোল্ল্যা ও তার স্ত্রী সুর্য্য খাতুন ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ বাসায় আগুন দেখতে পেয়ে সূর্য্য খাতুন চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান। শরিফুল মোল্লা দ্রুত বের হতে না পারায় তার শরীর পুড়ে যায়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহতের স্ত্রী সুর্য খাতুন জানান, তার স্বামী সিগারেটের আগুন থেকে লাগা আগুনে মারা গেছে। নিহত ওই পোশাক শ্রমিক রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। সে রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এফ এম সায়েদ বলেন, ময়না তদন্তের পরে নিহতের মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার