গাজীপুরের কালিয়াকৈরে সাব্বির আহমেদকে (১৭) কুপিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই বন্ধুর বিরুদ্ধে। সে সফিপুর আন্দারমানি এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর (বালুর মাঠ) এলাকার ইউনিক টাওয়ারের দশ তলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরতা দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে রাকিব, সাকিব এবং সাব্বির ব্যায়াম করার জন্য জিম সেন্টারে যায়। সেখান থেকে তিন বন্ধু রাকিব ও সাকিবের বাসা সফিপুর (বালুর মাঠ) এলাকার ইউনিক টাওয়ারের ছাদে আড্ডা দিতে যায়। এসময় তাদের সাথে দুই বন্ধু করণ ও সোহান ছিল। দুই ভাই করণ ও সোহানকে মুড়ি ও দেয়াশলাই আনতে দোকানে পাঠায়। দুই কিশোর করণ ও সোহান মুড়ি নিয়ে দোকান থেকে ফেরার পথে ইউনিক টাওয়ারের নিচে ভিড় দেখে এগিয়ে গিয়ে সাব্বিরকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তারা ছাদে গিয়ে সাব্বিরের কাটা নখ ও রক্তমাখা অস্ত্র পড়ে থাকতে দেখে।
পুলিশ আরো জানায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিক টাওয়ারের নবম তলার বাসিন্দা আবদুর রহিম মিয়ার জমজ দুই ছেলে রাকিব ও সাকিব তাদের বন্ধু সাব্বিরকে নিয়ে ছাদে আড্ডা দিচ্ছিল। আগে থেকেই ছাদে থাকা আরেক যুবককে তারা নিচে পাঠিয়ে দেয় দুই ভাই। পরে চাপাতি দিয়ে সাব্বিরকে কুপিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখার থেকে একটি মুঠোফোন, ধারালো অস্ত্র, মুড়ি ভর্তি একটি পট এবং একটি বাটি উদ্ধার করে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।
এম পি