Top

এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়েছে ৭৮৪২৩৩টি

১২ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়েছে ৭৮৪২৩৩টি
অর্থনৈতিক প্রতিবেদক :

দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং। ব্যাংকের সাথে লেনদেন তথা টাকা জমা দেয়া ও উত্তোলন করার জন্য সাধারণ মানুষকে এখন আর জেলা কিংবা উপজেলা শহরে যেতে হয় না। হাতের নাগালেই পাচ্ছে ব্যাংকিং সুবিধা। সহজেই ব্যাংকে টাকা জমা রাখতে ও উত্তোলন করতে পারছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের এজেন্ট ও আউটলেট থেকে ঋণ সুবিধাও পাচ্ছে। চলতি বছরের জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ের সব সূচকই ছিল উর্ধ্বমুখী।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এজেন্ট ব্যাংকিংয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের ব্যাংকের সাথে লেনদেন সহজ করতেই মূলত এজেন্ট ব্যাংকিং চালু হয়েছে। এটা এখন সারাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ সাধারণ মানুষ হাতের কাছে ব্যাংকের সাথে লেনদেন করতে পারছেন। এমনকি সাধারণ মানুষ এখন এসব এজেন্ট ব্যাংকিং থেকে ঋণও নিতে পারছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাবধারীর সংখ্যা ছিল ২ কোটি ২২ লাখ ৫০ হাজার ৩০২টি। আর তিন মাস পর অর্থাৎ জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৫৩৮টি। সেই হিসাবে তিন মাসে হিসাব বেড়েছে ৭ লাখ ৮৪ হাজার ২৩৩টি।

প্রতিবেদন বলছে, এজেন্ট ব্যাংকিং গ্রাহকের বড় অংশই গ্রামের মানুষ। এ সময়ে গ্রামে গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ২৬৬ জন, যা মোট গ্রাহকের প্রায় ৮৬ শতাংশ। এছাড়া, এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্টধারীদের মধ্যে নারী গ্রাহকের সংখ্যা এখন ১ কোটি ১৫ লাখ ১২ হাজার ৪৮৪ জন, যা মোট গ্রাহকের ৪৯ দশমিক ৯৮ শতাংশ। আর পুরুষ গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৫৩৪ জন, যা মোট গ্রাহকের ৪৮ দশমিক ৭৯ শতাংশ। এর বাইরে অন্যান্য গ্রাহক রয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫২০ জন বা ১ দশমিক ২৩ শতাংশ।

প্রতিবেদন বলছে, ২০২৩ সালের জুন শেষে এজেন্ট ব্যাংকিয়ে আমানতের পরিমাণ ছিল ৩৩ হাজার ৪৬২ কোটি টাকা, যা ২০২৪ সালের জুন শেষে বেড়ে হয়েছে ৪০ হাজার ৭৩ কোটি টাকা। ফলে গত এক বছরে এজেন্ট ব্যাংকিয়ে আমানত বেড়েছে প্রায় ৬ হাজার ৬১১ কোটি টাকা বা ১৯ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে শেখ তিন মাসে বেড়েছে ৩ হাজার ২০৩ কোটি টাকা বা ৮ দশমিক ৬৯ শতাংশ।

আর এজেন্ট ব্যাংকিয়ের আমানত তথা সঞ্চয়ে এগিয়ে রয়েছেন পুরুষরা। গত জুন পর্যন্ত পুরুষদের আমানত দাঁড়ায় ২৩ হাজার ৩৫৩ কোটি টাকা বা ৫৮ দশমিক ২৮ শতাংশ। এ সময়ে নারীদের আমানত তথা সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ৭৩৩ কোটি টাকা বা ৩৬ দশমিক ৭৭ শতাংশ।

প্রতিবেদন বলছে, গত জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪১ কোটি টাকা, যা ২০২৩ সালের জুন পর্যন্ত ছিল ১৩ হাজার ৪২ কোটি টাকা। ফলে গত এক বছরে এই সেবায় ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা বা ৪৩ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে শেষ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ২ হাজার ২৫৯ কোটি টাকা বা ১৩ দশমিক ৭১ শতাংশ। শুধু আমানত ও ঋণ বিতরণই নয়, এজেন্ট ব্যাংকিংয়ে আওতায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিতরণেও বড় প্রবৃদ্ধি হচ্ছে। প্রতিবেদন বলছে, গত এক বছরে এজেন্ট ব্যাংকিয়ের আওতায় রেমিট্যান্স বিতরণ বেড়েছে প্রায় ২৮ হাজার ৫২১ কোটি টাকা বা ২১ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে শেষ তিন মাসে রেমিট্যান্স বিতরণ বেড়েছে ৮ হাজার ৩৯৬ কোটি টাকা বা ৫ দশমিক ৬০ শতাংশ।

এম জি

শেয়ার