উন্নয়নশীল দেশে উত্তরণের যে সূচক- মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা। এই তিন সূচকে পাসের চেয়ে আমরা বেশি নম্বর পেয়েছি ।
শনিবার (১৩ মার্চ) তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক ওয়েবিনারে এসব বলেন।
এলডিসি থেকে উত্তরণের কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে।
এখন দরকার পরিকল্পনা নিয়ে সময়াবদ্ধ কর্মসূচির মাধ্যমে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নিজেদের সক্ষম করে তোলা। পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতিতে বৈষম্য কমিয়ে সুষম প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করা।’
তিনি আরও বলেন, ‘নিজেদের সক্ষমতা উন্নয়নের জন্য রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং উৎপাদন খরচ কমিয়ে আনা জরুরি। এর বাইরে বৈদেশিক বাণিজ্য নীতির আওতায় বাংলাদেশকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, বাই লেটারেল ট্রেড অ্যাগ্রিমেন্ট অথবা সাব রিজিওনাল ট্রেড অ্যাগ্রিমেন্ট-আরসিইপি, বিমসটেক এমন সব জোটে ভিড়তে হবে নিজেদের জন্যই।’