বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে জানান, আবদুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এম জি