Top

চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ
চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

চেন্নাইয়ে টস ভাগ্য সঙ্গ দিল বাংলাদেশেকে। কিন্তু সবাইকে অবাক করে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠালেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেই দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ আঁটসাঁট লাইন-লেন্থে বল করে চাপে ফেলেছে ভারতীয় ব্যাটারদের। যে চাপে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট হারিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। টাইগার পেসার হাসান মাহমুদের তোপে এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি।

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে ১০ বলে ৬ রান করা রোহিতকে ফেরান হাসান। স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে শান্তর হাতে।

এরপর অষ্টম ওভারে ফের বল হাতে নিয়ে শুভমান গিলকেও শিকারে পরিণত করেন হাসান। এই আউটটার দায় অবশ্য গিলের নিজের।

হাসানের বলটি গিলের পায়ের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। গিল ব্যাট চালিয়েছিলেন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি গিল।

ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিও দাঁড়াতে পারেননি হাসানের সামনে। দুর্দান্ত আউটসুইংয়ে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ রান করেই। ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত।

এর আগে সকালে উইকেটে সাহায্য পাবার আশায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। হাসানের বল খেলতে শুরু থেকেই অস্বস্তিতে ভুগছিলেন রোহিত। একটু বেশি সাবধানী মনে হচ্ছিল। তার পরেও চতুর্থ ওভারেই আউট হতে পারতেন তিনি। তার বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন জানিয়েছিল বাংলাদেশ। রিভিউ নিয়েও অবশ্য রোহিতকে তখন ফেরানো যায়নি।

বিএইচ

শেয়ার