Top

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

১৩ মার্চ, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০
ফেনী প্রতিনিধি :

ফেনীতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২০ আহত হয়েছেন। নিহতরা হলেন জুনায়েরা (১) ও ফখরুল ইসলাম শাওন ( ২১) ।

শনিবার (১৩ মার্চ) সকাল ১০ টায় ফেনী সদর হাসপাতাল মোড়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষে শাহীন একাডেমি স্কুল এণ্ড কলেজের শিক্ষক জোনায়েদ উল্লাহর মেয়ে জুনায়েরা (১) নিহত হয়েছেন।

এছাড়া শিক্ষক জোনায়েদের বাবা মাওলানা আতিকুল্লাহসহ ৫ জন আহত হয়েছেন। জোনায়েদের বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের সোনাপুর গ্রামে।

এছাড়াও শুক্রবার রাত ৮ টায় সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সংলগ্ন মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরি প্রকল্প বাজার এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ডুকে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে ফখরুল ইসলাম শাওন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।

আহতরা হলেন জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের তেমুহনী এলাকার সিদ্দিক আহমেদের ছেলে কামাল উদ্দিন (৬৫), ফেনীর সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের নুরুন নবীর ছেলে নুর করীম হৃদয় (২২), মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জয়নগর গ্রামের মাওলানা শহীদুল ইসলাম (৪০) ও বাঁশখালী গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক ইলিয়াস হোসাইন (৩৫)।

এ ছাড়া নিহত ফখরুলের বন্ধু সোনাপুরের মো. রুবেল, মো. নাবেদ, সাহাপুর এলাকার সাহাব উদ্দিন সামান্য আহত হয়েছেন।

শাওন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির মোঃ আহাছান উল্লাহ্ মিয়ার ছোট পুত্র ও চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী শাওনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া শনিবার সখাল ১১ টায় ফেনী- সোনাগাজী সড়কের ধলিয়া বাজারের পাশে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার