Top
সর্বশেষ

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩০

২২ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩০

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনি বিস্ফোরণে ৩০ জন মৃত্যুবরণ করেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা ইরনা জানায়, রাজধানী তেহরানের ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাবাসের ওই খনিতে মিথেন গ্যাস লিকেজের ফলে বিস্ফোরণটি ঘটে।

খনির একটি টানেলে ৬৯ কর্মী কাজ করছিলেন। শনিবার রাতে হঠাৎই গ্যাস লিকেজের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল পরে জানায় ২৪ জন ভেতরে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধারে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সব প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ইরানের খনিতে এমন ঘটনা প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনিতে ১১ শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ শ্রমিক নিহত হন। ২০১৭ একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন।

বিএইচ

শেয়ার