Top
সর্বশেষ

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১

২২ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
ইরানে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১

ইরানের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১তে দাঁড়িয়েছে। আহত আছেন আরও অন্তত ২০ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এই খবর জানিয়েছে।

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস শহরে স্থানীয় সময় শনিবার রাত নয়টার দিকে মদনজু কোম্পানির এক কয়লার খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী আখন্দি।

তিনি আরও জানান, সে সময় খনিতে ৬৯ জন কর্মী কাজ করছিলেন।

দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি জানিয়েছেন। ইরানের ৭৬ শতাংশ কয়লা এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। মদনজু কোম্পানি সহ প্রায় ৮ থেকে ১০টি বড় কোম্পানি এই অঞ্চলে কাজ করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এম জি

শেয়ার