Top
সর্বশেষ

জাবিসাসের সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক আবির

১৪ মার্চ, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
জাবিসাসের সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক আবির
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২১ বছরের কার্যকরী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম আর সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ২৪.ডটকমের প্রতিনিধি আবির আব্দুল্লাহ।

রবিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে সমিতির কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোতাহার হোসেন।

এছাড়া সহ-সভাপতি পদে দ্য ডেইলি অবজার্ভার প্রতিনিধি তারেক আজীজ শ্রাবণ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের বেলাল হোসেন, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের প্রতিনিধি রুদ্র আজাদ, দফতর ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওসমান গনি রাসেল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পদে স্বাধীনবার্তা২৪.কমের মাহবুবা আকবার, দৈনিক ইত্তেফাকের আরিফুজ্জামান উজ্জ্বল ও নিউ এইজের শাহাদাত হোসেন সুমন নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সংদস্যদের অভিনন্দন জানিয়েছেন জাবিসাসের সাবেক কমিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ।

শেয়ার