Top
সর্বশেষ

ইবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
ইবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এসময় শিক্ষার্থীরা পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন।

এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এসময় ব্যবস্থাপনা অধ্যাপক ও বিভাগটির সাবেক সভাপতি ড. মাহবুবুল আরেফিন বিভাগের, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া এবং ইয়ামিন মাসুম উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র‍্য্যালিতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয়।

বিএইচ

শেয়ার