Top
সর্বশেষ
সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার বিচারকাজ শুরু: আসিফ নজরুল ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিডানকিও ‘বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না’ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, নিহত ১ প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন’ নিয়ে যা বললেন প্রেস সচিব প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সংবাদটি সঠিক নয় ভোক্তা অধিকার ও জাতীয় জাদুঘরে নতুন মহাপরিচালক

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

০১ অক্টোবর, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
শেরপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়  নিখোঁজের চার দিন পর শহিদ মিয়া (১৮) নামে এক এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার(৩০ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রিজের পাশে একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহিদ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহিদ মিয়া গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা থেকে কুচনিপাড়া সড়কের ব্রিজের পাশের একটি ধান ক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর মরদেহটি শহিদ মিয়ার বলে শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের স্বজনেরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার