ফিউচার মার্কেটে মঙ্গলবার জাপানি রাবারের দাম ২ দশমিক ১৮ শতাংশ বেড়েছে ।ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে মঙ্গলবার দাম খুব বেশি ঊর্ধ্বমুখী হতে পারেনি। খবর বিজনেস রেকর্ডার।
বিজনেস রেকর্ডারের খবর অনুযায়ী, ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী বছরের মার্চের সরবরাহ চুক্তিতে মঙ্গলবার জাপানি রাবারের দাম আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮ ইয়েন বা ২ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৪১২ দশমিক ১ ইয়েনে (২ ডলার ৮৫ সেন্ট)।
অন্যদিকে চীনের জাতীয় দিবস উপলক্ষে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) ১-৭ অক্টোবর পর্যন্ত পণ্যটির বেচাকেনা বন্ধ থাকবে। ব্যবসায়িক কার্যক্রম ৮ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে।
জাপান এক্সচেঞ্জ গ্রুপ একটি প্রতিবেদনে জানিয়েছে, চীনে এক সপ্তাহের ছুটির কারণে ওএসইতে ফিউচার চুক্তির ব্যবসায়িক কার্যক্রম কিছুটা কমতে পারে। তবে এর এখনো আরো ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে দাম আবার বাড়তে পারে।
অটোমোবাইল ও টায়ার শিল্পে প্রাকৃতিক রাবারের চাহিদা দিন দিন বাড়ছে। গত মাসে প্রধান রফতানিকারক দেশগুলোয় প্রতিকূল আবহাওয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদনের কাঁচামাল ল্যাটেক্সের সরবরাহ কমে যায়। সম্প্রতি কেম অ্যানালিস্ট এক প্রতিবেদনে জানায়, সরবরাহ সংকট ও বাড়তি চাহিদায় গত আগস্টজুড়ে ঊর্ধ্বমুখী ছিল বিশ্বব্যাপী প্রাকৃতিক রাবারের দাম।
এনজে