Top

ভারতে ২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে কয়লা উত্তোলন

০৪ অক্টোবর, ২০২৪ ৯:৩১ পূর্বাহ্ণ
ভারতে ২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে কয়লা উত্তোলন

ভারতে অব্যাহতভাবে কয়লা ‍উত্তোলন বাড়ছে বলে ক্যাপিটাল মার্কেটের খবরে জানা গেছে। গত সেপ্টেম্বরেও দেশটিতে জীবাশ্ম জ্বালানিটির উত্তোলন বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৯ শতাংশ। এ সময় ভারতের মোট উত্তোলন পৌঁছে ৬ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টনে। গত বছরের সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৬ কোটি ৭২ লাখ ৬০ হাজার টন। সম্প্রতি ভারতের কয়লা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ভারতের কয়লা মন্ত্রণালয় আরো জানায়, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৪৫ কোটি ৩০ লাখ ১০ হাজার টন। ২০২৩-২৪ অর্থবছরে এ সময় যা ছিল ৪২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টন। এ হিসাবে ভারতে গত বছরের একই সময়ের তুলনায় কয়লা উত্তোলনের হার ছিল ৫ দশমিক ৮৫ শতাংশ বেশি।

এছাড়া সেপ্টেম্বরে ভারতে কয়লা রফতানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় রফতানি পৌঁছেছে ৭ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে ভারতের কয়লা রফতানির পরিমাণ ছিল ৭ কোটি ৩ লাখ ১০ হাজার টন।

ভারতে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কয়লা মজুদ বেড়ে ৩ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টনে পৌঁছেছে।

এনজে

শেয়ার