Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

নবীনগরে সেনাবাহিনীর হাতে ২ সন্ত্রাসী গ্রেফতার

১০ অক্টোবর, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
নবীনগরে সেনাবাহিনীর হাতে ২ সন্ত্রাসী  গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রাম থেকে দুই চিহিৃত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

অবৈধ অস্ত্র, মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এলাকায় চাঁদাবাজ, ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী ও অপহরণকারী হিসেবে পরিচিত মোঃ আলী আকবর (৫৫) ও মোঃ মতি মিয়া (৪৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি রামদা, ২টি বড় চাকু, ১টি চাপাতি ও ২টি হেসকু ব্লেড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথবাহিনীর নবীনগর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আসিফ চৌধুরী জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সকল সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এম জি

শেয়ার