Top
সর্বশেষ

রাবি অধ্যাপক বসাকের ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ গ্রন্থ প্রকাশিত

১৫ মার্চ, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
রাবি অধ্যাপক বসাকের ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ গ্রন্থ প্রকাশিত
রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুন কুমার বসাকের লেখা ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গ্রন্থটির মোড়ক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনৎ কুমার সাহার সভাপতিত্বে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার অধ্যাপক এম সাইদুর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশান্ত কুমার দাস, বিশিষ্ট রাজনীতিক আব্দুল ওয়াদুদ ও পেনিনসুলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ারুল হক প্রমুখ।

উল্লেখ্য, চিহ্ন প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ শীর্ষক এই গ্রন্থে অধ্যাপক অরুণ কুমার বসাকের শিক্ষা, সমাজ, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা ৩৪টি প্রবন্ধ স্থান পেয়েছে।

শেয়ার