করোনা ঠেকাতে মাস্ক কেন মাস্ট? কারণ, মাস্ক করোনার জীবাণু আমাদের শরীরে ঢুকতে বাধা দেয়। মহামারি করোনার গ্রাস থেকে আমাদের জীবন নিরাপদে রাখতে সাহায্য করে।
২০২০-এর একটাই প্রত্যাশা ছিল, তা হচ্ছে করোনা থেকে নিরাপদে থাকা। আর এজন্য সবাই মাস্ক ব্যবহার করেছি। তবে টিকা আসার পর থেকে আমরা অনেকেই মাস্ক ব্যবহার করাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আবার নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছি, অনেক লোকের মধ্যে। আর এরফলে সম্প্রতি প্রতিদিনই আগের তুলনায় আবার বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা।
বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। তারপরও আজকাল রাস্তায় অনেককেই দেখা যায় মাস্ক ছাড়াই বাইরে যেতে।
অথচ মাস্ক ব্যবহার না করলে টিকা নেওয়ার পরেও হতে পারেন করোনা আক্রান্ত। আবারও জেনে নিন, যাদের-যখন মাস্ক ব্যবহার করতেই হবে
সরকারি এক পরিপত্রে উল্লেখ করা হয়েছে-
• সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবা গ্রহিতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন
• শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গীর্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে
• শপিংমল, বিপণিবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন
• হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন
• গণপরিবহনে ওঠার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হব
• হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি বা কোনো কর্পোরেট অফিসের গার্ড থেকে কর্মকর্তা সবাইকেই মাস্ক ব্যবহার করতে হবে।
সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। জীবন যাপনে সামাজিকতা রক্ষার আগে জীবন বাঁচাতে সাবধানতা অবলম্বন করুন।
এছাড়াও বাড়িতে করোনা উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহার করবেন।